• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৪ এএম;
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু 
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু 

রাজধানীর কামরাঙ্গীরচরে সিলেটিবাজার এলাকায় ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- মো. আব্দুর রহমান (৯) ও লামিয়া (২)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।.

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।.

রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। .

মৃত লামিয়ার ভাই রাসেল জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রহিম ও লামিয়া ছাদে খেলতে যায়। ভবনের ছাদে রেলিং না থাকায় অসাবধানতাবশত তারা নিচে পড়ে যায়। এতে দুই শিশুর মাথা, মুখসহ শরীরের বিভিন্ন জায়গা থেঁতলে যায়। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ